Transgender Day of Remebrance, 2018

The trans community remains oppressed and cast aside. Our right to live and exist on our own terms is constantly violated. We face many forms of harassment, whether it is physical or psychological. An entire population of us has gone through the process of getting beaten up as 'the other'.

The trans community remains oppressed and cast aside. 
Our right to live and exist on our own terms is constantly violated. We face many forms of harassment, whether it is physical or psychological.
An entire population of us has gone through the process of getting beaten up as 'the other'. 
We have lost so many community brothers and sister to violence, to depression, to trauma. So many of us have been murdered or have chosen to leave us due to the pain they were made to hold on to for decades. So many lives of trans workers, trans Dalit folk, trans disabled folk is lost to this violence. We will speak up and support each other through this incredible loss and remember all of those who fought for us, and honour our community. 
Yes we are trans people. We are voices in every neighbourhood fighting fo the liberation of all. 

আমরা আজও আলাদা। 
সঠিক অস্থিত্ব নিয়ে বেঁচে থাকার অধিকার খুন্ন হয় আমাদের ,
শারীরিক ও মানসিক সব দিক থেকে হেনস্থা আর নির্যাতনের স্বীকার হই আমরা ।
কেবলমাত্র মারধর খেয়ে মারা যায় আমাদের মতো বেশ কিছু মানুষ,
যুগ যুগ ধরে অনেক ভাবে পৃথক করে রাখা হয়েছে আমাদের 
কোন বেঁচে থাকার দিশা না পেয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আত্মহত্যার পথ বেঁছে নেন আমাদের মধ্যে অনেকে।

এভাবে জীবন কাটাতে কাটাতে মানসিক স্বাস্থ্য বিভিন্ন ভাবে ব্যহত হয় আমাদের ।
হ্যা আমরা রুপান্তরকামীদের শ্রেণী ও জাতের শোষণ আর পেশাগত বৈষম্য আরও বাড়িয়ে তোলে আমাদের উপর ঘটে যাওয়া অত্যাচারকে- 
হ্যা আমরা রুপান্তরকামী মানুষদের সাথে আজও ঘটে চলেছে এরকম বৈষম্য,অত্যাচার, হিংসা এসব কিছুর সাথে প্রতি মুহূর্তে লড়াই করে বেঁচে থাকি আমরা । 
আমাদের থেকে বিভিন্ন মানসিক এবং শারীরিক হেনস্থা ও অত্যাচারের কারনে আমাদেরই রুপান্তরকামী বন্ধুরা অনেকই ছেড়ে চলে গেছেন আমাদের ,
তাঁদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা পালন করতে চলেছি রুপান্তরকামী স্মরণীয় দিবস থাকবে রুপান্তরকামী বিষয়ক চলচ্চিত্র , মোমবাতির সঙ্গে হবে শ্রদ্ধা জানানো হবে পরলোকগত রুপান্তরকামী মানুষদের 
আগামী 20শে নভেম্বর দুপুর 3টে থেকে স্থান নারী সেবা সঙ্ঘ আমাদের সাথে আপনারাও থাকুন সংহতির সঙ্গে ধন্যবাদের সঙ্গে বিসিএস-সমভাবনা--------